এখন বেওয়ারিশদের সুসময়
এসেছে বসন্তকাল
চলছে উদ্দাম মহোত্সব ।
হন্যে হয়ে ছুটে চলেছে
অপছায়ার মতো পিছু নিচ্ছে,
খামচে ধরছে আঁচল
লুটে নিচ্ছে সম্ভ্রম
বেওয়ারিশের দল আনাচেকানাচে ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.