আমি মরা তোরে ছাড়া
যেদিন আমি সব হারাই
আমারে কবরে দিতে
লাগে নাইরে বাঁশ-চাটাই ।।
পাড়া পড়শি আসে নাইরে
মরার খবর শোনে
বন্ধু-স্বজন ভাসে নাইতো
দুই নয়নের কোণে
আমার জন্য সাড়ে তিন হাত
কবর খুড়া লাগে নাই ।।
শেষ গোসলটা করায়নি কেউ
ঢাকে নাই সাদা কাফনে
আসে নাইতো গ্রামবাসী
আমার এইনা দাফনে
আমি যে এক জিন্দা মরা
খাটিয়াতে উঠি নাই ।।
এমন মরা মরে আমি
ঘাটে ঘাটে ভিড়ি
জলের টানে যাইরে ভেসে
জিন্দা লাশের তরী
তোরে ছাড়া দিশেহারা
নাইরে কোথাও আমার ঠাঁই ।।
আমি মরা তোরে ছাড়া
যেদিন আমি সব হারাই
আমারে কবরে দিতে
লাগে নাইরে বাঁশ-চাটাই ।।