আমি যেদিন যাই চলিয়া
পাখি যেদিন উড়ে
আইসো না আইসো না কাছে
থাইকো দূরে দূরে ।।
প্রাণ ভোমরা থাকতে যদি
নাইবা দেখা দিলে
পুড়ার পরে পুড়লে শেষে
কিইবা দেখা মিলে
পুড়ছি আমি দিন-রজনী
পুড়ার পরেও পোড়ে ।।
দুঃখ ভরা প্রাণ ভোমরা
উইড়া যেতে চায়
ডাকলে কী আর পাবি তারে
সঙ্গী হলে নাঁয়
যতই ডাকো নাম ধরিয়া
নোনা জলের তোড়ে ।।
অভিমানী আমায় ছাইড়া
গেছো কবেই চলে
সেদিন থেকে বাম পাঁজরে
জ্বলে শুধুই জ্বলে
চোখ বুজিলে আসবি চলে
দুঃখ আড়াল করে ।।