আমি এখন ব্যস্ত ভীষন
তোমার ভাবনায়
বেপরোয়া মন যখনতখন
তোমায় পেতে চায় ।।
আমি যখন রাখছি নয়ন
সুনীল নীলিমায়
তুমি তখন ভাবছো এমন
খোলা জানালায়
বেয়াড়া মন ছুটে সারাক্ষণ
তোমার আঙ্গিনায় ।।
তুমি ছাড়া আমার এ মন
বোঝেনা কিছু বোঝেনা
বায়না ধরে তোমার নামে
করেযে বাহানা
তোমায় নিয়ে হারাতে চায়
দূরে অজানায় ।।
তুমি থাকলে আমার পাশে
সবই পাওয়া হয়
তুমি ছাড়া আমার ধরা
আঁধার কালোময়
নতুন করে চাইছে তোমায়
আমার এ হৃদয় ।।