আকাশের রং দেখে
আকাশ চিনোনি
এই চোখে চোখ রেখে
আমায় বুঝোনি
কত ভালবেসেছি
তুমি জানোনি ।।
আকাশের বুকে দেখো
গাঢ় কত নীল
বেদনায় ভেসে তেমন
হই গাঙচিল
হৃদয়ের শত বিলাপ
তুমি শুনোনি ।।
দুচোখে জল ছিল
শিশিরের বিন্দু
জমে জমে হয়েছিল
অতল এক সিন্ধু
বহমান জলধারা
তুমি দেখোনি।।
তোমাকে হারিয়ে আমি
আজো শুধু জ্বলছি
বিরহের আগুনে
নিজে নিজে পুড়ছি
নির্জনে তুমি কি
আমায় খুঁজোনি ।।