আকাশ আজি থমকে আছে
গোমড়া মুখেই বেশ,
সেই খুশিতে বনবীথিকা
নাড়ায় শ্যামল কেশ !
বাতাস এলে তরুর পালে
এদিক ওদিক দোলে,
মনের সুখে তারায় যেন
কত্তো কথাই বলে !
ঝরঝরিয়ে আকাশ বেয়ে
নামছে বাদল ধারা,
বৃষ্টি জলে নাইতে নেমে
সবাই আত্মহারা ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.