আহা চোখ দুটো তোমার
এ মন কেড়েছো আমার
চোখে চোখে চোখ রেখে
হলো কি সর্বনাশ
তোমায় নিয়ে স্বপ্ন উড়াই
নিশিদিন বারোমাস ।।  
                            
আহা তোমার নীল দুটি চোখে    
স্বপ্ন আমার দিয়েছি এঁকে                
পলকে পলকে রূপের ঝলকে              
এ মন তুমি করেছো উজাড়
অলস পালক দেখে তোমার
ফিরে আসি যেন বারেবার ।।    
                    
আহা অধরে অধরে রূপের নহরে            
অথৈ অনন্ত মাধুরী আধারে                      
ক্ষণে ক্ষণে দেখি চাঁদের মাখামাখি              
নির্ঝর যেনো চাঁদের বাহার
মাতাল মনে বলে বারবার  
তুমি যেনগো শুধুই আমার ।।      
        
আহা ললাট জুড়ে লালে লাল টিপে              
তুমি যেনো এলে দেবীকা রূপে
শাড়ির আঁচল সমীরে উড়ায়ে      
উদাস করেছো নয়ন আমার
আহা চোখ দুটো তোমার
এ মন কেড়েছো আমার  ।।