আমি ভুল ছিলাম; ভীষণ রকম ভুল ছিলাম,
ভুল ছিলাম বলেই -
নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়তে চেয়েছিলাম তোমার জন্যে,
তোমাকে নিয়ে রাত জেগে পূর্ণিমার চাঁদ দেখতে চেয়েছিলাম,
শ্রাবণ মেঘের মন খারাপে চেয়েছিলাম তুমি পাশে থাকো,
আমি বোকার মতো তোমার হাতে হাত রেখে হাঁটতে চেয়েছিলাম অনেকটা পথ,
তোমাকে সাথে নিয়েই গুনতে চেয়েছিলাম সাগরের অজস্র ঢেউ,
চেয়েছিলাম কোনো এক শরত বিকালে সবুজ ঘাসে বসে দুজনে আকাশের শুভ্রতা দেখবো মুগ্ধ নয়নে,
ঝিঁঝিঁ ডাকা রাতে একসাথে ছাদে দাঁড়িয়ে রাতের পৃথিবী দেখতে চেয়েছিলাম,
চেয়েছিলাম আকাশে জ্বলে থাকা তারাদের মেলায় চোখ রেখে জীবনের গল্প সাজাতে,
বৃষ্টিতে ভিজে যাওয়া বাতাসের গন্ধ নিতে চেয়েছিলাম একসাথে,
তোমার জন্যে নিজেকে রাঙাতে চেয়েছিলাম ফাগুনের রঙে,
মেঠোপথ ধরে দুজনে হারিয়ে যেতে চেয়েছিলাম নবান্নের কোনো অচেনা গাঁয়ে,
আমি ভেজা বালিতে ঝিনুক কুড়াতে চেয়েছিলাম তোমাকে পাশে রেখে,
নিয়ন বাতির আলোতে তোমার পাশে হেঁটে কাটাতে চেয়েছিলাম একটা অন্য রকম রাত,
হুড খোলা রিক্সায় পাশাপাশি বসে চষে বেড়াতে চেয়েছিলাম পুরো শহর,
কোনো দূরের যাত্রায় রাস্তার পাশের ছোট্ট খাবারের দোকানে বসে ভাত ভর্তা খেতে চেয়েছিলাম একটা সময়,
নিকষ কালো আঁধার রাতে দূর থেকে ভেসে আসা কোনো করুণ শব্দে মন কেমন করা সময়গুলোতেও চেয়েছিলাম তোমার সান্নিধ্য,
আমি নির্লজ্জের মতো কেবল একটু ভালোবাসা চেয়েছিলাম,
তোমার মাধবীলতা সুখেদের ভিড়ে আমার চঞ্চল হরিণী চাওয়া গুলো পূর্ণতা পাবে না জেনেও
আমি খুব যত্নে লালন করে চলেছি আজও,
লালন করে চলেছি নীরবে নিভৃতে সংগোপনে; তেমাকে না জানিয়ে।
নিজেকে শুধরাতে পারিনি সেই থেকে আজ অবধি,
এখনো আমি ভুল করেই ভুল করি।
ভুল করেই ভুল করি।।