মানুষ খোঁজে, কেবলই খোঁজে
খোঁজে অর্থে বিত্তে,
ভালোবাসায়, দাম্পত্যে, বন্ধুত্বে
সম্পর্কের অস্তিত্বে।
খোঁজে দিনে রাতে,
অলিতে গলিতে
নানান রকম অজুহাতে।

আমিও সবার মতো হন্যে হয়ে খুঁজে ছিলাম,
কিন্তু, কিন্তু কোথায় পেলাম!!

এই বুঝি পেলাম ভেবে যখনই যেদিকে
বাড়িয়েছি হাত,
ভোরের আলো দিন দুপুরে আঁধারে ছেয়ে
গেছে অকস্মাৎ।

তবু দুই হাতে আঁধার সরিয়ে দেখেছি,
মরিচীকা সব; সবটাই মরিচীকা
আমি কেবলই হেরেছি।

ক্লান্ত অবসন্ন মনে আবার ছুটেছি; আবার খুঁজেছি,
পাইনি, কোথাও খুঁজে পাইনি।

হাতাশার দূর্বিষহ আলিঙ্গনে দাঁড়িয়ে
আমি পাহাড়ের দৃঢ়তা দেখেছি,
আর সাগরের বিশালতা ছুঁয়ে ছুঁয়ে শিখেছি
এতোকাল খুঁজে না পাওয়া সেই
ভালো থাকার রেসিপি।