তুমি যে বলো---ভালো থেকো,
কি করে থাকি বলো তো !
আমার নিঃসঙ্গ জীবনে কষ্ট সাথীর আলিঙ্গণে যে সময় বইছিলো নিরাশার জলস্রোতে-
একদিন সেই স্রোতে তুমিও শামিল হয়েছিলে,
আকাশে ভেসে চলা মেঘের মতো মেঘ হয়ে তুমিও ভেসেছিলে আমার হৃদয় আকাশে ।
জীবনের ক্যানভাসে ধূসর রঙে আঁকা ছিলো যত ছবি,
তুমি তোমার আপন রঙে রাঙিয়ে দিলে সবই ।
তখন বর্ষা ছিলো...মনে আছে তোমার ?
কাটাবে বলেছিলে সকল আঁধার ।
সেই প্রথম আমি বর্ষার রঙ দেখেছি,মোহিনী রূপ দেখেছি,
সে-ই প্রথম আমি বর্ষার ঘ্রাণ পেয়েছি ।
তুমি জানোই না---কি অদ্ভূত এক আবেশনে কাটছিলো সময়,
ভুলে ছিলাম অতীত,স্মৃতি
সব...সব কিছু
যা ছিলো ভয়ানক দুঃখময়
আমার রান্না বান্না ,ঘরকন্না ,অবসর ,ব্যস্ততা সবটাই ছিলো শুধু তুমিময় ।
অন্তরের অন্তস্তল থেকে শুকরিয়া জানিয়ে আমি বিধাতা কে বলেছিলাম---
তুমি সত্যিই মহান
তারপর,
তারপর সবটাই উপাখ্যান ।