তুমি যখন বলছিলে---
আমার গোপন কক্ষে সংরক্ষিত জল জীবন সত্যিটুকু
সংসদ টেবিলে পাস হওয়া বিলের মতো ছড়িয়ে পড়েছে তোমার নুড়ি পাথরে সাজানো শহরে,
নির্বাক নয়ন ঝরেছে অঝরে।
সে গোপন কক্ষ দুয়ার খুলিনি কোনদিন
কখনো
সেখানে নিগূঢ় আঁধার এখনো।
কি জানি হয়তো অবিশ্বাস করেছো তুমিও
ভেবেছো-ঝড়ো তান্ডবে তছনছ করে দিতে চাই তোমাদের পৃথিবী
জোর দখলে পেতে চাই তোমার পরিধি।
না,এতটা স্বার্থান্বেষী মানুষ আমি নই
তোমার সুখে সুখি আমি,দুঃখে দুঃখি হই।
তাই তোমার শহর আকাশে শ্বেত পায়রা উড়িয়ে
আমি জল জীবন সত্যের তরী বেয়ে
পৃথিবীর ওপাড়ে বসেও-
ভাববো তুমিই রোমিও।