তুমি
শরত আকাশে
সফেদ শুভ্র মেঘের
আড়ালে হেসে ওঠা রোদের
মতো;যখনই ঝলকে ওঠো জীবনে
আমার পৃথিবী সুখে লুটিয়ে পড়ে চরণে।
ক্ষণিকের
কষ্ট জোয়ারে
ভেসে যাওয়া সময়ের
ওপারে;উদিত নতুন সূর্যের
রক্তিম আভায়,শিশির সিক্ত ঘাসের
কোমল ছোঁয়ায় আমি তোমাকে পাই অহর্নিশ।
অতিথি
পাখির মতো
যখনই ছেড়ে যাও
আদিম সুখের ছায়া নীড়,
হেলে পড়া রোদ্দুর ছুঁয়ে যায়
আমাকে;আমি হারিয়ে যাই তিমির গহীনে।