তুমি চাওনি বলে---
সেদিন আমাকে মাঝপথে থেমে যেতে হয়েছিলো,
স্বচ্ছ কাঁচের মতো ভেঙে চৌচির হয়ে যাওয়া হৃদয়ে অনাহূত কষ্ট নিয়ে ফিরে আসতে হয়েছিলো আমাকে,
ফিরে আসতে হয়েছিলো - তুমি চাওনি বলে।
তুমি চাওনি বলে---
সেদিন আমাকে হত্যাকারী হতে হয়েছিলো,
নিজ হাতে বোনা স্বপ্নগুলোকে পুরনো কাগজের মতো টুকরো টুকরো করে ছিঁড়ে উড়িয়ে দিতে হয়েছিলো আকাশে,
উড়িয়ে দিতে হয়েছিলো - তুমি চাওনি বলে।
তুমি চাওনি বলে---
সেদিন আমাকে কী ভীষণ কঠিন হতে হয়েছিলো,
বুকের বাঁ পাশে তীব্র ব্যথা নিয়ে হাসি মুখে নিজের পরাজয় মেনে নিতে হয়েছিলো আমাকে,
মেনে নিতে হয়েছিলো - তুমি চাওনি বলে।
তুমি চাওনি বলে---
সেদিন আমাকে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠতে হয়েছিলো,
তোমাকে পুরোপুরি ভুলে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে প্রত্যযী হয়ে উঠতে হয়েছিলো আমাকে,
দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠতে হয়েছিলো - তুমি চাওনি বলে।
তুমি চাওনি বলে---
আজও আমি ছন্নছাড়া-ভবঘুরে,
আজও আমি একলা ভীষণ-অনেক দূরে।
আজও তোমার স্মৃতিগুলো হাতড়ে বেড়াই,
আজও আমি রাতের কোলে বালিশ ভেজাই।