ক্ষয়ে যাওয়া সময়ের দীর্ঘশ্বাসে
জীবনের যেটুকু উবে গেছে;
যে রঙ হারিয়েছে হৃদয়ের সবুজ
আঙ্গিনা,
ধূসর কুয়াশা কোলাহল ভেদ করে
সেখানে আজ ধবধবে আলোক বিচ্ছুরণে
ক্লান্তিহীন জোছনা।
দুর্বোধ্য শব্দকোষ সম্বলিত জীবনের
বাঁকে
এখন সহজবোধ্য বাক্যরা আমার আঙ্গুল
ছুঁয়ে হাঁটে।
আমি অনিমেষ তাকিয়ে থাকি---
অতলস্পর্শী দিগন্তরেখায়,
আমাকে মেঘের ধূসরতা ছুঁয়ে যায়,
কাশবনের মাতাল হাওয়া;
ছুঁয়ে যায় শ্বেত বলাকা।
শুধু কষ্টরা ছোঁয় না আমাকে,
আমি স্বপ্ন সিঁড়ির ধাপ পেরিয়ে
হেঁটে চলি নির্বিঘ্নে;অবলীলায়
তুমি পাশে থাকো---তোমাকে পাই
আমার আকন্ঠ নীরবতায়।