তোমার আমন্ত্রণে অথবা
আমার ইচ্ছেদের আলিঙ্গণে
যেভাবেই হোক;
তোমার শহরে আমি প্রবেশ করেছিলাম
নির্দ্বিধায় নির্বিঘ্নে।
তুমি সত্যিই চেয়েছিলে কি না
আমি জানি না,
তবে তোমার চোখে আমি কোনো
অতৃপ্তি দেখিনি;
দেখিনি কোনো অবজ্ঞা।
তোমার স্বতঃস্ফূর্ত মনোনিবেশ
প্রেরণা যুগিয়েছে আমায়,
তারপর
তোমার জনবহুল চাকচিক্যময় শহরে
আমি আপন মনে হেঁটেছি নির্বিচারে
অলি গলি পেরিয়ে;
পথে প্রান্তরে।
সময়ের আবর্তে কখন কিভাবে
তোমার শহর অঘোষিত প্রস্তাবে
আমার আবাস ভূমি হয়ে উঠেছে
আমি বুঝিনি,
জানি বোঝনি তুমিও।
তোমার শহরের জনপথ ফুটপাত
এমন কি স্থির দাঁড়িয়ে থাকা
ল্যাম্পপোস্ট-----
সবই যেন চেনা;
যেন হাজার বছরের পরিচয়।
আন্দোলিত হয়েছি আমি
আমি শিহরিত,
অনেকটা রাজ্যজয়ে
বিজয়ী যোদ্ধা,
যেন সবটাই আমার-অস্থি মর্জা।
প্রহরী হলাম তোমার শহরে,
নির্ভীক সৈনিক বেশ
শহরের আনাচে কানাচে
আমার পদচারণায় মুখরিত
করে তুললাম অবশেষে।
তোমার প্রশ্রয়ে অথবা চিরাচরিত
অভ্যাস বশতঃ জন্ম নেওয়া আগাছা
যত জঞ্জাল,
আমি স্বহস্তে সাফ করেছি
সকাল-বিকাল।
তোমার শহরের শোভা বর্ধনে
ওসব নাকি অতুল্য ছিলো
তোমার কাছে,
না---ভুল;সবটাই ভুল।
অতঃপর----
শান্ত শুভ্র স্থিরতায় তোমার শহর।