যদি কখনো মনে পড়ে আমাকে,
মন পোড়া গন্ধ পাও খুব,
ফিরতে চাইলে ফিরো।
যদি বয়সের ভারে সাদা হয়ে যায়
চুল দাঁড়ি,
মোটা ফ্রেমের চশমায়
যদি পাওয়ারও থাকে ভারি,
তবুও ফিরো।
তোমার ঢিলেঢালা শরীরের ভার বইতে
যদি লাঠি থাকে হাতে,
যদি দিনের আলো হারায় তখন
অন্ধকার রাতে,
তবুও ফিরো।
বাহ্যিক সৌন্দর্যের মুগ্ধতা কেটে যায়,
একদিন শরীরের মোহও হারায়,
কিন্তু মনের মধ্যে একটু একটু করে
যে মুগ্ধতা জন্মায় সেটা মায়া,
মায়া কাটানো যায় না।
তুমি আমার মায়ায় জড়ানো ভালোবাসা,
খুব করে চাইলেও-
আমি তোমাকে ভুলে যেতে পারি না।
যদি কখনো মনে পড়ে আমাকে,
মন পোড়া গন্ধ পাও খুব,
ফিরতে চাইলে ফিরো।
শেষ বিকালের ধোঁয়াশায়
যদি পথ হারিয়ে যায়,
আমাকে ডেকো,
ডেকো যেকোনো ছুতোয়,
তবুও ফিরো।
আমার ভীষণ সাধ জাগে
অন্তিম সময়ের খুব কাছে দাঁড়িয়ে
শুধু তোমাকেই দেখি তাকিয়ে।