নিস্প্রভ রাতের আঁধারে আমার ইচ্ছে নদী
ঠিক বয়ে চলে তার গন্তব্যে ,
আঁকা বাঁকা পথ ধরে
কখনো এদিক ,কখনো ওদিক ।
রাতের গভীরতা ছাপিয়ে হৃদয় মরুভূমিতে
বিস্তীর্ণ বিচরণে যে স্বপ্নরা আঁকিবুকি কাটে সারা দিনমান ,
তারাও এসে ধীরে ধীরে ইচ্ছে নদীতে হয় ভাসমান ।
রাতের নিঝুম নীরবতায় চলে তুমূল কোলাহল,
আমি নির্ঘুম আঁখিপাতে চেয়ে থাকি
আর মমতায় ছুঁয়ে দেই সেই স্বপ্নদের--
যে স্বপ্নরা নির্জন নিরালায়
কোলাহলে মুখরিত রাখে আমায় ।
মমতা পরশে আরো প্রসারিত হয় ইচ্ছে নদী ,
বিস্তৃত বুকে আঁকড়ে ধরে
অবান্তর যত স্বপ্ন সূধা ছড়িয়ে থাকে অনাদরে ।
সময়ের ব্যবধানে দখিনের বারান্দা
ছুঁয়ে ছুঁয়ে ভোরের আলো টুপ করে
ছুঁয়ে যায় আমার কল্পনা বিলাসী হৃদয় টুকু ।
শহুরে দালান কৌঠার ভিড়ে
অচেনা পাখির কলকাকলীতে
একটু একটু করে
ভেঙ্গে যায় রাতের নিস্তব্ধতা ।
চেনা সুরের মায়াজাল ছিঁড়ে
দাঁড়াই পূবের জানালায়,
বুক ভেঙ্গে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস ,
আবার একা ,যন্ত্রণার পরিতাপ ।
দিন শেষে সাঁঝের আলোয়
আবার আসবে রাত,
স্বপ্নরা ইচ্ছে নদীর বুকে নেবে
চিরাচরিত সাজ।
এই তো জীবন ;
এটাই নিয়ম ----
ইচ্ছে নদী সাঁতরে বেড়াই,
জীবন যেমন কাটে কাটুক
স্বপ্ন হারাই ; স্বপ্ন সাজাই
স্বপ্ন সাজাই স্বপ্ন হারাই...