পৃথিবীর যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম;
দ্বি-পত্র পল্লব জীবন চাতালে
পুষ্পিত বাগান বিলাস পুষ্পাসারে
সিক্ত হতে চেয়েছিলাম আমি,
সারথির অস্তাচলে জ্বালাতে চেয়েছিলাম
আলোকিত দীপাবলি।
সফেদ ফেনিল তরঙ্গে
বিভাবরী জীবন বীভিষীকা
ভাসিয়ে দিয়ে
পৃথিবীর যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম আমি,
হৃদয় বাসরে পুঞ্জিত পুষ্পে
সাজাতে চেয়েছিলাম
ভাবের পদাবলী।
আঁকাবাঁকা মেঠো পথে
অশ্বথের ছায়া তলে রাখালের বাঁশি
কিংবা শালুক ঝিলের হংস মিথুন হয়েও
পৃথিবীর যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম আমি,
হতে চেয়েছিলাম
তোমাদের অনুগামী।
পারি না;আমি আজও পারিনি পৃথিবীর
যোগ্য হয়ে উঠতে।
জীবনের সীমাবদ্ধ গন্ডির থমকে যাওয়া
সময়ের ফাঁকা পাতায়
বড় কোন ডিগ্রী প্রাপ্তির খবর
লেখা হয়নি আমার,
উচ্চবিত্ত সমাজের প্রাণহীন প্রাণে
হয়তো আমি এক কলুষ আঁধার।
ডিগ্রীর সোঁদা গন্ধহীন
জীবনের ভাঁজে ভাঁজে
আমি মমতার প্যাটার্নে গড়ে তুলি
ভালোবাসার সাম্রাজ্য,
হয়তো সেখানে হাই থটে ভালোবাসার
বাক্-বিতন্ডা চলে না
চলে না ভদ্রতার আড়ালে কুৎসিত
কোন নোংরা খেলা।
আমার সহজ শুদ্ধতার ভালোবাসা চলে
সরল রেখা ধরে।
তোমাদের মতো বাহবা পাওয়ার
যোগ্যতা নেই;আমি জানি,
না- আমার দুঃখ বোধ ঠিক সেখানে নয়
দুঃখ তখনই হয়----
যখন দেখি
মানুষে মানুষে তুলনার হিড়িকে
কেবল আমারই পরাজয়।
আমার আর পৃথিবীর যোগ্য হয়ে
ওঠা হয় না,
যোগ্য হয়ে ওঠা হয় না তোমাদের
শালিন পোশাকের আড়ালে লুকিয়ে থাকা
অশালিন মানবিকতার।
মিথ্যের জয় জয়কার
শঠতার হাহাকার......
চাই না;চাই না আমি এ পৃথিবীর যোগ্য
হয়ে উঠতে,
চাই সত্য সুন্দর শুভ্র জলে
জীবন ভর ভিজতে।