উড়িয়ে ধূসর আঁচল
দুুলিয়ে এলো কুন্তল
বয়ে চলে নিরবধি---
শ্রাবণ কুমারী নদী।
শ্রাবণ মেঘের ছায়া তলে
ছোট ছোট ঢেউ জলে
বয়ে চলে নিরবধি---
শ্রাবণ কুমারী নদী।
সরু সরু বাঁক পথে
ভেসে চলা মেঘের সাথে
বয়ে চলে নিরবধি---
শ্রাবণ কুমারী নদী।