আমার রোজকার সাজসজ্জাহীন শহর
আজ অনিন্দ্য এক সাজ নিয়েছে।
আকাশে ভালোবাসার রঙ,
বাতাসে বইছে চেনা এক ঘ্রাণ,
জানি, খুব কাছে তুমি-
তবুও যোজন যোজন ব্যবধান।
যদি আজব কোনো ইরেজারে
মুছে দিতে পারতাম দূরত্বের পরিধি,
খুব যদি ছোটো হয়ে যেতো পৃথিবী,
যদি হঠাৎ দেখা হয়ে যেতো---
তোমাকে ছুঁয়ে দেখবার আকাঙ্খাকে
একটু না হয় প্রশ্রয়ই দিতাম,
চোখ বন্ধ করে তোমার স্পর্শের উষ্ণতায়
খানিক কোথাও হারিয়ে যেতাম।
যদি একটা বার দেখা হয়ে যেতো---
তোমার নিঃশ্বাস ছুঁয়ে থাকতাম কিছুটা সময়,
তোমার গন্ধ নিয়ে নিয়ে আমি পুরোটাই
হয়ে যেতাম তুমিময়।
কেবল একবার যদি দেখা হয়ে যেতো---
ওচোখে চোখ রেখে কাটিয়ে দিতাম
আস্ত একটা প্রহর,
কত কাছে তুমি-তোমার আমার একই শহর।
অথচ এক পৃথিবী সমান ব্যবধান.
কাছাকাছি দূরত্বে কত ব্যবধান।