সড়ক-মহাসড়ক,পাড়ার অলি গলি,দোকান-পাট,হাট-বাজর......
যত্রতত্র সেনা সদস্যের টহল,
আছে পুলিশ মেজিস্ট্রেড
সবার এখন একটাই ডিউটি
লকডডাউন; ঘরে থাকুন।
লকডডাউনে আজ পুরো বিশ্ব
বাদ যায়নি এই দেশটাও।
রাজ্যের ব্যস্ততায় আচমকা অবসর
জেলা-উপজেলা; পুরো দেশটাই হয়ে গেছে
নীরব নিথর।
চীনের পর সারা পৃথিবী গ্রাস করেছে " করোনা"
অদৃশ্য শত্রুর ভয়ানক যাতনা।
টিভি খুললেই করোনার খবর,
চ্যানেল পাল্টাতে পাল্টাতে ক্লান্ত হয়ে যাই
কোথাও নেই কোনো সুখবর
করোনায় আক্রান্ত প্রায় প্রতিটা দেশ পরপর।
দেখি নতুন শনাক্ত রোগির সংখ্যা
লড়াইয়ে হেরে যাওয়া হাজার যোদ্ধা,
আহ্ চাপা একটা কষ্ট
বিশ্ব অর্থনীতি বেসামাল; নষ্ট।
কান পেতে শুনি মধ্যবিত্তের নিঃশব্দ কান্না
শুনি খেটে খাওয়া মানুষের ক্ষুধার্ত হাহাকার,
ঠিক তখনই ঘুম ভেঙ্গে যায় আমার।
অন্ধকারে হাতড়ে খুঁজি মুঠোফোন
তখনও ডাটা অন,
একটা পেইজে শাড়ীর লাইভ চলছে,
দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম;
স্পষ্ট মনে পড়ছে।
লাইভটা বাদ দিয়ে
অসংখ্য পোস্টে নিলাম চোখ বুলিয়ে।
টিভিতে গানের লাইভ
শিরোনাম দেখি;নিউজ চ্যানেল দেখি
কোনো খবরে নেই ভাইরাস করোনা,
তবে কি ওটা স্বপ্নের ঘটনা!
হুম স্বপ্ন দেখছিলাম আমি
ভয়াবহ দুঃস্বপ্ন,
যদি সত্যিই এমন হতো----
রাত পোহালে ভোরের আলোয়
সুস্থ পৃথিবী দেখা যেতো!