দুঃখ আসুক কষ্ট আসুক
হাসি কান্না যাই আসুক
বৃষ্টি আসুক রোদ আসুক
আঁধার ঘরে জ্যোৎস্না হাসুক
আলোর বুকে আঁধার কাঁদুক
যা-ই আসুক; যা-ই ঘটুক
ফুল বাগিচায় যে ফুল ফুটুক
না ফোটা কলি ঝরলে ঝরুক
নীল আকাশে পাখি উড়ুক
ধূলো উড়ুক বালি উড়ুক
চৈতি হাওয়ায় কথা উড়ুক
সমাজপতি আমার দিকে
আঙ্গুল যদি তোলে তুলুক
মন্দ বলুক ভালো বলুক
তীক্ষ্ণ দৃষ্টি ছোড়ে ছড়ুক
পাশ কাটিয়ে চলে চলুক
যা-ই বলুক; যা-ই করুক
সমালোচনার ঝড় উঠুক---
তবু আমি লিখে যাবো;
লিখে যাবো---সত্য সুন্দর
জীবনের কথা,
সুনির্মল কাব্যকথা।।