অঢেল হয়তো অর্থ কড়ি
বিলাস বহুল বাড়ী,
হয়তো তুমি চড়ে বেড়াও
নামী দামি গাড়ী।
অসীম তোমার জায়গা জমি
দাপট অনেক খানি,
হয়তো তুমি সবার সেরা
রাজা কিংবা রানী।
এক নামেই চেনে তোমায়
অনেক মানুষ জন,
হয়তো তুমি তাতেই করো
সুখের নিরূপণ।
বাড়ী গাড়ী অর্থ কড়ি
যশ খ্যাতি চাও,
হয়তো তুমি এসব মাঝে
সুখের পরশ পাও।
সুখের জন্য বেশি কিছু
নেই রে প্রয়োজন,
শুধু সন্তুষ্টি আর আত্মশুদ্ধি
সুখের প্রজনন।