যদি কখনো কোনদিন
খুব মনে পড়ে আমায়,
দু'দন্ড সময় কাটিয়ে এসো
দূরের বকুল তলায় ।
যদি বকুলও না থাকে ফুটে,
তবুও এসো;
খানিক দাঁড়িয়ে দেখো
কষ্ট পালাবে ছুটে।
তাও যদি কষ্টরা থাকে মনে,
সাগরের নীল জলে
খুঁজে দেখো সেই ক্ষণে ।
যদি পায়ের কাছে পড়ে থাকে
কোন মুক্তো ভরা ঝিনুক,
চিনে নিও তুমি--
অন্য কেউ চিনুক নাইবা চিনুক ।
ঢেউয়ের টানে ঝিনুক যদি
হারায় সাগর জলে,
ঠিক তখুনি পাহাড়ের কাছে
সোজা যেও চলে ।
পাহাড় চূড়ায় শনের ছায়ায়
দেখলে ছোট ফুল,
লজ্জাবতী নামটি জেনো
ছুঁলেই হবে ভুল ।
যদি ভুল করে হাত ছুঁয়েই দাও
লজ্জাবতীর পাতায়,
আর পাবে না খুঁজে তবে
হারিয়ে যাওয়া আমায় ।
আকাশের বুকে থাকবো আমি
তিমির ঘন আঁধারে,
ঘুম ভাঙ্গা রাতে খুঁজে নিও তুমি
আকাশেই পাবে আমারে ।