পুরনো হয়ে যাওয়া পোশাকের মতো
তোমার বদলে যাওয়া রূপে
আমি আহত হয়েছি;
ক্ষত শুকিয়ে যাওয়া হৃদয়ের কৃষ্ণচুড়া কাননে
রক্ত জবা চক্ষু শকুনির নখ দর্পনে
উত্তাল উন্মাদনায় বইছে রক্তের
বেহিসাবি স্রোত,
আবারও ক্ষত হবে
প্লাবিত হবে পুরো এলাকা।
দুর্নিবার যন্ত্রণার দুর্বিষহ কষ্ট চেপে
পূর্ণিমার রঙ ছুঁয়ে
আমি হেঁটে যাবো সে সীমান্তে;
যেখানে বসন্ত এসেছিলো,
আমারই অজান্তে।
শুকনো পাতার নূপুরধ্বণি বাজিয়ে
আমি ঠিক পৌঁছে যাবো
ছোট ছোট স্বপ্ন নীড়ে ঘেরা
স্মৃতির স্বপ্নিল উঠোনে।