আমি এখন নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকি,
শোবার ঘরে তেমন কিছু থাক বা না থাক
সিম্পল একটা আয়না রাখি।
খুব ভোরে নিজের ঘুম ভাঙা চোখ মুখের সৌন্দর্য দেখিনি বহুকাল,
গোসল শেষে ভেজা চোখ চুলের মাধুর্য দেখে নিজেই বিমোহিত হই আজকাল,
গভীর রাতে মানুষ যেমন মিথ্যে বলতে পারে না,
আয়নাও ঠিক মানুষের মতোই সত্যি বলে রাতে,
রাতের আকাশ দেখবার আগে ঢুলুঢুলু চোখে যখন আয়নায় দেখি নিজেকে
পেট বাহুর মেদ সৌন্দর্যহানীর কারণ,
আয়না জানিয়ে দেয় আমাকে।
দু'বেলা না হোক অন্তত একবেলা হেঁটে জমে যাওয়া
মেদ ঝরিয়ে ফেলার কাজে ইদানিং খুব ব্যস্ত থাকি, খুব।
খাদ্য তালিকায় এনেছি আমূল পরিবর্তন,
খুব মেইনটেইন করে চলি এখন,
ভাবি--
একটু না হয় ভালোই রাখি নিজেকে,
একটাই তো জীবন।
আমি এখন নিজেকে ভালোবাসতেই ব্যস্ত থাকি, খুব ব্যস্ত থাকি।
ইচ্ছে হলে আকাশের সাথে কথা বলি,
আমার গল্প শোনে সাগর পাহাড় আর নদী।
ইদানিং মানুষের সাথে ঠিক তেমন করে আর মিশতে পারি না,
আমার কোনো গল্পও মানুষদের শোনাই না,
মানুষ বড় অকৃতজ্ঞ, স্বার্থপর।
প্রয়োজনের ভীড়ে হাতের মুঠোয় হাত রাখা মানুষের প্রিয়জন হয়ে উঠতে না পারার গল্পগুলো আমাকে
খুব যত্ন করে শিখিয়েছে,
কিভাবে বাঁচতে হয়।
আমি এখন জানি,
আমি জানি ক্লান্তির হেলান আর ভরসার কাঁধ ছাড়াও কেমন করে মানুষ বেঁচে থাকে।
দিতে দিতে নিঃশেষ হয়ে যাওয়া আমি এখন
যেখানে যতটা পাই ঠিক ততটাই ফেরত দেই,
একচুল বেশিও নয়, একচুল কমও নয়।
হোক তা ভালোবাসা কিংবা কষ্ট।
পাউরুটি পেয়েও প্রায়োরিটি দিয়ে কারো সঙ্গ পাওয়ার চেয়ে একাকীত্ব অনেক ভালো।
যারা একাকীত্ব কে উপভোগ করতে শিখে যায়,
তারাই পৃথিবীতে ঘুরে দাঁড়ায়।
আমি এখন খুব করে চাই,
চরিত্র পাল্টানো ব্যক্তিগত টুকরোর ভাঁজে
বিলীন না হোক আমার অস্তিত্ব,
স্বসম্মানে স্বগৌরবে বেঁচে থাকুক আমার
সনাতন ব্যক্তিত্ব।
আমি এখন কারো খোলা বইয়ের কোনো গল্প হই না,
নীরব কোনো শ্রোতা হই না,
আমি এখন কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকি,
খুব ব্যস্ত থাকি,
আর ব্যস্ততার ফাঁক ফোঁকরে জিতে যাবার গল্প লিখি।