তুই যে এমন অশ্বারোহী
সেনাপতির মতো
বুক ফুলিয়ে সারাবেলা
ছুটিস অবিরত---
কষ্ট পাওয়া মানুষগুলো
দেখিস চলার পথে,
তোর কি কভু সাধ জাগে না
কষ্ট ঘুচে দিতে।
কত দুঃখ ব্যথায় মানুষ কাঁদে
তোকে হারিয়ে,
একটি বারও পারিস না তুই
থাকতে দাঁড়িয়ে!
যে পথে তুই চলিস ছুটে
আর তো ফিরিস না,
কেন ক্লান্তি এসে তোর শরীরে
ভর করে না।
তোর অন্তরেতে দয়া মায়ার
নাই রে কোনো ঠাঁই,
এমন কঠিন কেন রে তুই
জবাব খুঁজে যাই।
তোর গতি তলে কে বাঁচে
কে যে মরে যায়,
ছুটিস কেবল;হিসাব রাখার
নেই কোনো তোর দায়।
তুই-ই সুখি;সুখটাই তোর
কষ্ট কিছু নাই,
সত্যি রে ভাই------
তোর আর স্রোতের
মিল অনেকটাই।।