এই যে এই বৃদ্ধ মানুষ
একাই তাঁর বাস,
খোলা আকাশ তলে তাঁর
স্বপ্ন হয় চাষ।
গাছের তলায় বাঁশের ঘেরায়
ছোট্ট সংসার,
সাজিয়ে গুছিয়ে রাখেন তিনি
আত্ম-অহংকার।
সবই আছে কাঁথা বালিশ
রান্নার সরঞ্জাম,
তবু তিনি একা ভীষণ
বিধি হয়তো বাম।
ইট উনুনে রান্না করেন
একা বসে খান,
মানুষ জনের চলাফেরায়
বারেক ফিরে চান।
একা থাকেন তবু যেন
সকল সুখ তাঁর,
হাসি মুখে কথা বলেন
বিনয়ী ব্যবহার।
তাই বলি;
বাঁচার জন্য এই জীবনে
কত প্রয়োজন,
অর্থ কড়ি যশ খ্যাতি
বিলাস ভবন!
বিত্ত বৈভব সুখ আনে না
সুখটা মনের ব্যাপার,
খোলা মাঠে আকাশ তলে
স্বচ্ছ সুখ অপার।।