আমি যেদিন থেকে তোমাকে আমার হৃদয়ে ধারণ করেছি,
সেদিন থেকে আমার মন ও মননে কেবলই তুমি আর তুমি,
তোমার উষ্ণ আলিঙ্গনে আমি সব দুঃখ ভুলে বেঁচে থাকতে শিখেছি,
তুমি আমার আঙুল ছুঁয়ে শিখিয়েছো ভালো থাকবার ফিলোসোফি।
সেই থেকে আমি ভালো থাকি, তোমাকে খুব সঙ্গে রাখি।
তুমি আমার মন কেমন করা বিবর্ণ বিকালের আকাশে
ছড়িয়ে দিয়েছো সপ্ত রঙের মাধুরী,
ম্লান দুপুরের খেয়াঘাটে তুমি কখনো মাঝি, কখনো হয়ে  উঠেছো সহযাত্রী।
তুমি আমাকে ঢেউয়ের শব্দ বুঝতে শিখিয়েছো,
জোছনার রঙ চিনিয়েছো,
জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া মনের বনে
তুমিই তো বুনেছো নতুন বীজ।
অথচ,
অঙ্কুরিত বীজ বৃক্ষ ছায়াতলে আজ তুমি নেই, কোথাও নেই,
ফাঁকা সবটাই ফাঁকা,
আবারও শব্দহীন একা,
আমি আর আমার কবিতার খাতা।