বিদায়ের সুরমূর্ছনায় মোহিত সময়ের হাত ধরে আমিও হেঁটে চলি;
হেঁটে চলি বেদনার দাবানলে ভষ্ম হৃদয়ে গাঙচিল সুখের খোঁজে।
শান্ত সৌম্য জলে
তখনও সারথির সিঁদুর খেলা চলে।
আমি পায়ে পায়ে শ্বেত ঝিনুকে মুক্তা খুঁজি,
মুক্তা ভরা ঝিনুক খুঁজি,
খুঁজি আর খুঁজি.........
আচানক তোড়জোর গর্জনে ছুটে আসে সফেদ ফেনিল ঢেউ,
আমি নির্বাক নয়নে চেয়ে দেখি----নেই,
নেই কোথাও কেউ।
কেবল নির্জন শূন্যতায়
জোছনা ছুঁয়ে যায়।।