আজকাল প্রায় রাতে ঘুম ভেঙ্গে যায় ---
না, শুধু রাতে বললে ভুল হয় ;
বলা চলে মাঝরাতে।
তখন আমি
জানালার পর্দা সরিয়ে নিঝুম আঁধার দেখি
নিমগ্ন হয়ে,
আবিষ্কার করি আঁধারের নিখুঁত সৌন্দর্য।
যেনো কোনো এক কৃষ্ণবর্ণ গ্রাম্য বালিকা
আমাকে পেছনে ফেলে
সম্মুখে হেঁটে যায় খোলাচুলে।
আবার কখনো ;
উপচে পড়া জোসনা দেখি,
নারিকেল পাতা ডিঙ্গিয়ে সাদা জোসনা
কখনো ছুঁয়ে দেয় আমাকে ;
কখনো মাটিকে।
জোসনা আর আঁধারের কারুকাজে
উদাস সময় কাটিয়ে
আবার বিছানার সঙ্গে করি সন্ধি।
এপাশ ওপাশ ছুটে দেখি
ঘুম নাগালের বাহিরে,
ক্লান্তিহীন মন তখন ভাবনার দখলে।
না, জাগতিক কোনো ভাবনা নয়,
ঘুরে ফিরে একটাই প্রশ্ন; একটাই ভাবনা
কখন কিভাবে ঘটবে জীবনের যবনিকা ;
কোথায় হবে আমার শেষ ঠিকানা!!!