শ্যাওলা উঠোনে আমাকে একা রেখে
যদি চলেই যাবে;
তবে কেন শেখালে না পিচ্চিল পথ চলতে,
কেন জানিয়ে গেলে না এই শ্যাওলা উঠোন
পাড়ি দিতে হয় কিভাবে----
আমি সবুজের হাতছানি দেখি
দেখি দিগন্তের সীমারেখা,
বৃষ্টি ভেজা রোদের গায়ে দেখি রংধনু আঁকা।
গোধূলির রং মেখে সাগরের জল
ছোঁয়ার আকন্ঠ পিপাসা আমার,
আমি শিশির ভেজা ঘাসে হেঁটে
চলে যেতে চাই বহুদূর,
ছুঁতে চাই কোন এক নির্জন দুপুর।
অদম্য বাসনা চেপে
আমি আজও আমার কষ্ট নীড় দুয়ারে
দাঁড়িয়ে;
শ্যাওলা উঠোন পেরুতে চাই,
হাসতে চাই-কাঁদতে চাই
প্রাণভরে নিঃশ্বাস নিতে চাই,
তোমার গন্ধ নিতে চাই;
চাই তোমার সেই মমতা
তুমি কোথায় গেলে মা.......