আজও আমি মায়ের জন্যে
কান্না জলে ভাসি,
মায়ের জন্যে আজও আমি
কষ্ট ভুলে হাসি।
আজও আমি মায়ের জন্যে
দিব্যি বেঁচে আছি,
মা কাছে নেই; তবু যেনো
মায়ের কাছাকাছি।
আজও আমার মন খারাপে
মায়ের পরশ পাই,
অভিমানে মায়ের কাছে
আজও ছুটে যাই।
আজও আমার একলা সময়
একলা কাটেনা,
মা আর আমার গল্পকথা
মোটেই থামেনা।
আজও আমি মায়ের গন্ধে
বিমোহিত হই,
মাকে ছুঁতে আজও আমি
আকুল হয়ে রই।
স্বপ্ন ভাঙ্গে ভাবনা কাটে
আমার শূন্য ঘর,
মিথ্যেবাদী মা যে আমার
বড্ড স্বার্থপর।
একলা রেখে সেই যে কবে
হারিয়ে গেলে মা,
বছর বছর যুগ পেরিয়ে
ফিরে এলে না।
খুব তো সেদিন বলেছিলে
দুঃখ করিস না,
মায়ের বুকে পাবিরে তুই
সকল সান্ত্বনা।
মায়েরা সব মিথ্যেবাদী
সত্যি বলে না,
স্বার্থপরের মতো খোঁজে
নিজের ঠিকানা।
মাগো তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
দোয়া করি রানীর মতো
থাকো নিজের ঘরে।