চেনা-জানা পরিচিত গন্ডি ছেড়ে,
সম্পর্কহীন সম্পর্কের বাঁধন ছিঁড়ে,
এবার ঠিক পাড়ি দেব দূরে,বহুদূরে ।
ভালবাসাহীন ভালবাসার আবর্তে
ছুটে চলা জীবনের পরতে পরতে
গেঁথে থাকা কষ্ট মাল্য -
এবার ঠিক ভেসে যাবে জলধির নীল জলে ।
শাড়ীর নীল আঁচল উড়িয়ে
ফেনিল তরঙ্গ ছোঁয়ায় ,
গোধূলী আলো আলিঙ্গণে - এবার ঠিক আবেগী আবেশে হারাবে কয়েদী মন আমার ।
আকাশ ছোঁয়া শৈলক মৃত্তিকা বুকে বেড়ে ওঠা সবুজ অরণ্যে - এবার ঠিক খুঁজে পাবো তৃষিত হৃদয়ের তৃষ্ণার আধার ।
সাগর পাহাড় আর আমি,
প্রতিদিন রবো-প্রতি ক্ষণে ক্ষণে অদূর পাশাপাশি ।