টুঙ্গিপাড়ায় নীরব গাঁয়ে
বাতাসে বাঁশির সুর,
ঐ যে শিশুর কান্না শুনছো
সেই যে মজিবর ।
ধন্য হল টুঙ্গিপাড়া
ধন্য দেশের মাটি,
তাঁর নির্দেশে ধ্বংশ হলো
পাকিস্তানের ঘাঁটি ।
লাল সবুজের পতাকা এলো
দেশ হলো যে স্বাধীন,
বিপদগামী কিছু সৈনিক
জাতি করলো পিতৃহীন ।
আগস্ট আমার সুর্য নিধন
আগস্ট আমার আঁধার,
আগস্ট হলো শোকের মাস
আগস্ট শুধু কাঁদার ।