গ্রাম গঞ্জ শহরতলীর আনাচে কানাচে
এখনো নারীর বিক্ষুব্ধ আর্তনাদে
কেঁপে কেঁপে ওঠে পৃথিবীর
আকাশ বাতাস জল স্থল সর্বত্র,
তবু জায়গা নেই তার ছুটে যাবার
অন্য কোনখানে,
অন্যত্র।
পুরুষ শাসিত সমাজে
এখনো প্রতিনিয়ত মমতাময়ী নারী জীবন
চরণ যুগলে পিষ্ঠ,
উঁচু নীচু সকল মহলে
আজও নারীরাই বীভত্‍স অত্যাচারে অতিষ্ঠ।
তারা আজও অগোচরে বিসর্জন দেয়
নিজেদের প্রাণ,
মেনে নেবার পথ পরিক্রমায় শুধু নারীরাই প্রতীয়মান।
সময়ের আবর্তে আবার এলো সেই দিন,
আজ তাই প্রতপ্ত প্রত্যয়
বেজে উঠুক নারী মনে শৃঙ্খল মুক্ত বীণ।
আজ স্বাধীন দেশে
স্বাধীনতার কেতন উঠুক উড়ে,
কষ্ট পাওয়া নারীর মুখে
পড়ুক হাসি ঝরে ।