নিজের সবটুকু দিয়ে
কাউকে ভালোবাসতে নেই,
তাতে তুমি মূল্যহীন হয়ে যাবে
তার কাছে।

সে তোমার ভালোবাসা কে
দুর্বলতা ধরে নেবে,
তোমার বিশ্বাস কে পুঁজি করে
ফাঁকা স্বপ্নের বুলি আওড়াবে।

নিজের সবটা দিও না
সবটা বলো না কাউকে,
সে তোমার সরলতা কে
অসহায়ত্বের ক্যাটাগরিতে ফেলে
নিজের স্বার্থ সিদ্ধিতে মত্ত হয়ে উঠবে।

তুমি তোমার ভালোবাসা আর বিশ্বাসকে
পাশ কাটিয়ে বুঝতেও পারবে না---
ব্যবহৃত হচ্ছো তুমি ;
হ্যাঁ ব্যবহার করছে তোমাকে।

তার ঝড় বয়ে যাওয়া পৃথিবীতে যখনই
ঝড়ের গতি কমে আসবে,
তখন দেখবে নানান অজুহাতে
এড়িয়ে যাবে তোমাকে।

তোমার নিঃশ্বাসে দোষ ;
চোখের পলকে দোষ---
সেদিন বুঝবে,
কতোটা ব্যবহৃত হয়েছো
কতোটা ঠকেছো!
সেদিন বুঝবে,
প্রিয়জন নয়, তুমি প্রয়োজন ছিলে তার,
প্রয়োজন শেষে তোমার জীবনে
নামবে অন্ধকার।

তাই,
নিজেকে কখনো কারো কাছে
মূল্যহীন করে তুলো না,
থাকলে থাকুক কোনো দুর্বলতা
কোথাও প্রকাশ করো না,
নিজেকে মূল্যহীন করে তুলো না।।