দ্বি-পত্র পল্লব জীবন চাতালে
পুষ্পিত বাগান বিলাস পুষ্পাসারে
সিক্ত হতে চেয়েছিলাম আমি ,
সারথি অস্তাচলে জ্বালাতে চেয়েছিলাম আলোকিত দীপাবলী ।
সফেদ ফেনিল তরঙ্গে
বিভাবরী জীবন বিভীষিকা
ভাসিয়ে
পৃথিবীর যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম আমি ,
হৃদয় বাসরে পুঞ্জিত পুষ্পে সাজাতে চেয়েছিলাম
ভাবের পদাবলী ।
অশ্বথ ছায়া তলে রাখালের বাঁশি কিংবা
শালুক ঝিলের হংস মিথুন হয়ে
পৃথিবীর যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম আমি ,
হতে চেয়েছিলাম তোমাদের অনুগামী ।
আমারও স্বপ্ন ছিলো -
স্বপ্ন ছিলো;বলাকা পালক নীড়ে গলে পড়া জোছনা তলে
কোন নিশ্চয়তা হেলানে
পরম মমতায় ছোঁয়াবো কাঁধ,
স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে
কেটে গেছে কত দিন কত রাত ।
জীবন কন্ঠে আজও বেজে ওঠেনি জীবনের সুপ্ত রাগিণী ,
আমি পারিনি
আমি আজও পৃথিবীর যোগ্য হয়ে উঠতে পারিনি ।