হঠাৎ যেদিন থেমে যাবে
শরীর যন্ত্রের ক্রিয়া,
নাম ধরে ডাকবে না কেউ
ডাকবে না আর প্রিয়া।
এক নামেই চিনবে সবাই
দেখতে চাইবে লাশ,
শেষ গোসলে সাদা কাফন
মাটির ঘরে বাস।
হয়তো ছুটে আসবে সবাই
আজকে যারা দূরে,
লাশের পাশে দাঁড়িয়ে ওরা
কাঁদবে করুণ সুরে।
হয়তো কেউ দেখবে ছুঁয়ে
রাখবে মাথায় হাত,
শেষ যাত্রায় সেটাই হবে
পরম আশির্বাদ।।