মেঘলা আকাশ অথবা ঝুম বৃষ্টিতে এখনো আমি আনমনা হয়ে উঠি,
এখনো আমি জানালায় দাঁড়িয়ে বৃষ্টির ঝরে পড়া রূপে আপ্লুত হয়ে বৃষ্টিতে ভিজতে ছুটি।
আকাশে নতুন চাঁদ দেখলে আজো অধীর অপেক্ষায় সময় কাটে আমার,
কবে ভরা যৌবনে পা দেয়া যুবতী চাঁদের আলো ছুঁয়ে দেবে আমার জীবনের অন্ধকার!!
আজো আমি সুযোগ পেলে,
ভিজে একাকার হই জোসনা জলে।
আমি পঞ্চাশ পেরুনো এক নারী,
আজো আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে কল্পলোকে অনায়েসে দেই পাড়ি।
এখনো চঞ্চল সমুদ্রের চপলতায়
আমি চরণ যুগল ভিজিয়ে হাঁটি নিস্তব্ধ নীরবতায়।
আজো সেই আগের মতোই ভালো লাগে,
ভালো লাগে ভেজা বালিতে বসে সূর্যাস্ত দেখতে,
সূর্যের বাড়ি ফেরা আঁধারে উত্তাল সাগরে আঁচড়ে পড়া ঢেউয়ের শব্দ......
আহ্ কী ভীষণ মোহনীয়!!
আমি পঞ্চাশ পেরুনো এক নারী,
আজো নীরব অন্ধকারে ঢেউয়ের শব্দ শুনে শুনে অনেকটা সময় অবলীলায় কাটিয়ে দিতে পারি।
এখনো শরত সাঁঝের লাবণ্যতায়,
আমার বিষন্নতা কেটে যায়।
আমি এখনো বেলা অবেলার মোহ মায়ায়,
মনোনিবেশ করি আমার গল্প কিংবা কবিতা লেখায়।
আমি পঞ্চাশ পেরুনো এক নারী,
আজো আমার পছন্দের পোশাকের তালিকায় শীর্ষে থাকে পাড় বিহীন গাঢ় নীল শাড়ি।
আজকাল আমি বাস্তবতা বুঝি
বিবেকের হাত ধরে চলি,
কিন্তু তারপরও...
এখনো আমি উচ্ছ্বসিত হই; আবেগাপ্লুত হই।
আমি অঝরে কাঁদি
প্রাণ খুলে হাসি
নির্মল শুদ্ধতা কে খুব ভালোবাসি।
যদিও আমি পঞ্চাশ পেরুনো এক নারী,
তবুও, এখনো আমি নিজেকে নির্দ্বিধায় যুবতী ভাবতে পারি,
পঞ্চাশ পেরুনো এক যুবতী।