সময়ের হাত ধরে বদলে যাওয়া
নিয়মের অনাহূত মেঘে
যখনই ঢাকা পড়ে
           জীবনের রঙ;
রমণী তার আহ্লাদী উঠোন পেরিয়ে
তখনই হেঁটে যায়
দিগন্ত নির্জনতায়,
অনিমেষ চাহনী তার
দূর সীমান্ত ধোঁয়াশায়।

পদ্ম রঙ শাড়ির গেরোতে
কি রহস্য লুকিয়ে রেখেছে
অনাদিকাল
কেউ কখনো জানতে পারেনি,
বড্ড অভিমান তার;
অভিমানী রমণী।