আমি অনন্তকাল কেবল
একটা তুমি চেয়েছি,
একটা তুমি চেয়ে চেয়ে
কত দুপুর পুড়িয়েছি,
কষ্ট নীড়ে নষ্ট হয়ে
কত রাত ভোর করেছি,
পদ্ম পুকুর স্বচ্ছ জলে
জলপাই রঙ সুখ এঁকেছি।
আমি অনন্তকাল কেবল
একটা তোমাকে আঁকতে চেয়েছি,
একটা তোমাকে আঁকতে আঁকতে
ক্ষয়ে যাওয়া আস্ত এক
কাঠ পেন্সিলের আজও
যেটুকু আছে বাকী,
তার সবটুকু জুড়েই তুমি থাকো
তোমাকে যতনে রাখি।
আমি অনন্তকাল কেবল
একটা তুমি চেয়েছি
একজন তুমি চেয়েছি।