আমার অষ্ট প্রহর
কষ্ট লহর
ভাবনা কি আর কম!
ভাবনা গুলো
এলোমেলো
দারুণ মনোরম।
হৃদয় মাঝে
সন্ধ্যা সাঁঝে
করুণ সুরের খেলা,
সুরের তালে
স্মৃতির জালে
কাটছে সারা বেলা।
পথিক আমি
পথে থামি
নীরব শূন্যতায়,
শূন্য ঘরে
রইনু পড়ে
অসীম মমতায়।