ভালোবাসি.....
আমি ভীষণ রকম ভাবে ভালোবাসি
স্বচ্ছ সুনির্মল  সুবিন্যস্ত
                সাগরের নীল জলরাশি,
জলের স্বচ্ছতায় আমি বিশ্বস্ততা খুঁজি।
একদিন দেখেছিলেম;
দেখেছিলেম জলের নির্মলতায়
অবারিত সুশীতল নীরবতায়
তরঙ্গায়িত বক্ষ গহীন অতলে
সুহাসী বদনে অঙ্কিত এক জলছবি,
সে আর কেউ নয়;
যেন আমারই প্রতিচ্ছবি।
সেদিন হৃদয়ের কষ্ট গহীন উঠোনে
প্রবাল সুখেরা মেতেছিলো
আনাড়ি আনমনে।
নিজেকে উজাড় করে দিয়েছিলাম
সাগর জলের কাছে,
সাগরও ইশারায় ডেকেছিলো
আমায় চুপিসারে।
পাওয়ার পরম পূর্ণতায়
সাগর আমি ভিজেছিলাম
সব কয়টা পূর্ণিমায়।

এভাবেই চলছিলো দিন;
কখনো রংধনু রঙিন
কখনো মেঘের আবছায়ায়
ধূসর কিংবা মলিন,

সাগর আর আমি
খুনসুটি পাগলামি।
তারপর----
স্বচ্ছতায় ক্রমশ অস্বচ্ছতার হাতছানি
সাগর বুকে জাহাজ মাস্তুল;
ছোট্ট তরীদের ভয়ানক রাহাজানি।
সুহাসী জলছবি আজ বড্ড ঘোলাটে
অশনি সংকেত অঙ্কিত ললাটে।।

২৯/০৪/১৮