গগনে কৃষ্ণ মেঘ
ক্ষণে ক্ষণে চমকিত বিদ্যুৎ;
ওঠে বিকট গর্জন

মেঘমেদুর আকাশ সাজে
নব যৌবনা বর্ষা বরণ সাজ,
অগ্নিক্ষরা দহন তপ্ত মৃত্তিকায়
আসে প্রাণের স্পর্শ।

বনে বনে সবুজের সমারোহ,
নৈসর্গিক প্রকৃতির রূপে
ওড়ে বিজয়ের বৈজয়ন্তী।

ঝরো ঝরো দেয়া,
বাংলার মাঠ-ঘাট,পথ-প্রান্তর
নদী-নালা
থৈথৈ পানির ধারা।

দূর সুদূরে ছোট ছোট গ্রাম
যেনো অথৈ জলের বুকে
ভেসে ওঠা কোনো দ্বীপের নাম।

কাদম্বিনীর মায়াবী কাজল
কালো চাহনী;
এলো কুন্তল ছড়ায়
কদম্ব কেতকীর সুবাস,
ভাবাপ্লুত আবেগ
বারেবারে  মন
উন্মনা উদাস।