ক্যালেণ্ডারের পাতায়
তোমার আগমনী বার্তায়
ছিলাম অধীর অপেক্ষায়।
একদিন,দুইদিন,তিনদিন;
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যদি কোনো দিন কোনো দিকে
দেখি তোমার আসার পূর্বাভাস,
যদি তুমুল গতিতে বয়ে যায়
স্নিগ্ধ শীতল বাতাস!
হৃদয়ের জানালায় দাঁড়িয়ে
বাতাসে বাঁশির সুরে,
কতবার কতদিন নিয়েছি ধরে;
এবার আসছো তুমি,
মরীচিকা সব;তপ্ত মরুভুমি।
হয়তো তোমার যোগ্য হতে পরিনি;
তবু আশা ছাড়িনি-----
তুমি এলেই সবুজে সবুজে
সাজবে পৃথিবী।
অতঃপর তুমি এলে--
এলো নিটোল মমতার হাতছানি,
তোমার অবিরত জল স্পর্শে
তপ্ত ভুমি হাসবে আবার,
অভিনন্দন তোমায়;
তুমি অনন্য আষাঢ়।।