খোলা জানালায় লুটোপুটি খাওয়া
নির্লজ্জ জোসনা ছায়া যখন আমার
গাল কপাল চিবুক ছোঁয়ার উন্মাদনায় মত্ত,
তখন তোমার স্পর্শে পুলকিত হই আমি,
টের পাই-
আমার রাত ঘুমের শিয়রে থাকো তুমি।
তুমি আমার দরজা জানালার পর্দায় থাকো,
থাকো দেয়ালে সাঁটা ক্যালেন্ডারের পাতায়,
তুমি ভোরের স্নিগ্ধতায় থাকো
থাকো সন্ধ্যার ম্রিয়মাণ নীরবতায়।
তুমি থাকো আমার মন ও মননে
থাকো স্বপনে জাগরণে।
আমার সৈন্যসামন্তহীন শূন্য সাম্রাজ্যে
তোমার একচ্ছত্র আধিপত্য ইদানিং,
তোমাকে আজকাল
তেমন করে খুঁজতে হয় না আর,
তুমি আমার আলোর রঙে
অন্য রকম এক অন্ধকার,
কোনোদিন পাবো না জেনেও,
কেবল সাধ জাগে, সাধ জাগে--
তোমাকে আরও বেশি ভালোবাসবার।