আমার চাওয়া পাওয়ার সাথে
আলো-ছায়া খেলা চলছিলো
রোদ আর মেঘের,
কখনো রোদের তাবদাহ;
কখনো মেঘেদের শীতল ছায়া,
কখনো স্বপ্নের আনাগোনা
আবার কখনো বা আশাহত গাঙচিল বেশে
আমি ছুটে গেছি কোনো মরীচিকার দেশে।।
আকাশে হঠাতই মেঘেদের দৃঢ় অবস্থান,
ওরা যেন বীর সৈনিক
যুদ্ধ জয়ে দীপ্ত প্রতীয়মান।
রোদ মেঘের আলো ছায়ায়
সতেজ সরব পৃথিবীতে এখন
অঘোষিত সূর্য গ্রহণ।
জীবনের ভাঁজে ভাঁজে আজ স্পষ্ট
বয়সের ছাপ; কপালে সুস্পষ্ট বলিরেখা,
তবু জীবন চলে জীবনের নিয়মে
কবে কোথায় তার শেষ;জানি না
জানা নেই তার সীমারেখা।
কত ভালো লাগা হারিয়ে গেছে
জীবন থেকে
ছোটখাটো কত অজুহাতে,
কেবল কষ্ট পেয়েছি-নীরবে সয়েছি
কারো করুণা চাইনি কোনো কালে।
আমি তো জানি
করুণার প্রাপ্তি
ভালোবাসাহীন জার্নি,
তাতে কেবল কষ্ট বেদনা,
থাকে অনুশোচনা।
জীবনের ভাঁজে ভাঁজে আজ স্পষ্ট
বয়সের ছাপ.......
আর করুণার পরিতাপ।