কালচক্রে কত শরৎ গেলো;বসন্ত গেলো,
যে কথা তুমি আমায় দিয়েছিলে
আজও তা রাখোনি।
আমি তীর্থের কাকের মতো
চাতক পাখির মতো
নিরবধি প্রতীক্ষার প্রহর গুনি,
যদি প্রতিশ্রুত কথা রাখতে
আসো তুমি।
আসোনি ;
কেবল সময়ের ব্যপ্ত পরিসরে জ্যামিতিক
সূত্র প্রয়োগে বাড়িয়েছো পরিধি।
অথচ আজ---------
আজ তুমি তোমার কথা রাখতে চলেছো
অন্য কোন খানে;অন্য কোন পথে
আমার বিপরীতে।
তা বেশ তো যাও;
তোমার স্বাধীনতা হরণে
আর কোনো ভূমিকা নেবো না আমি,
তোমার ভাষায়----স্বাধীনতা হরণ
ওটা তা নয়;ও ছিলো ভালোবাসার ধরণ,
আমাকে বোঝনি তুমি;
বোঝেনি এই পৃথিবী।
সিলেবাসের নতুন আঙ্গিকে
বদলে নিয়েছি নিজেকে,
হৃদয়ের তপ্ত অনলে সৃষ্ট আমার এক
একটি দীর্ঘশ্বাস
হেরে যাওয়া জীবনের বিচিত্র ইতিহাস।।