এবার ভেঙেচুরে নতুন করে
গড়বো নিজেকে,
স্বচ্ছ শুদ্ধতায় সাজিয়ে তুলবো
জীবনের নাট্যমঞ্চ।
জমে থাকা দীর্ঘশ্বাস ছুঁড়ে ফেলে
নির্মল বাতাসে প্রাণ ভরে নেবো শ্বাস,
হৃদয়ের পতিত আঙিনায় এবার
নতুন করে করবো সবুজের চাষ।
আমি এবার পাহাড় ছোঁব,
নতুন করে সমুদ্র ছোঁব আবার,
না,
কোনো দুঃখ পুষবো না আর,
নিজেকে ভেঙেচুরে
নতুন করে গড়বো এবার।
জমাট বাধা আঁধার সরিয়ে
এবার আলো জ্বালাবো জীবনে,
না,
আর কোনো বিরহ থাকবে না
আমার গল্প সমাপনে,
নিজেকে মূল চরিত্রে আঁকবো
ভালোবাসার নিখুঁত বুননে।
আর কোনো সস্তা আবেগে
ভাসবে না আমার ছোট্ট তরী,
এবার ঠিক বদলে যাবো-
নিজেকে বদলে নেবো পুরোপুরি,
না,
আর কখনো কোনোদিন খুলবো না
অতীত স্মৃতির ঝুড়ি।
সূর্য ওঠা ভোরের মতো
আমিও নতুন করে জেগে উঠবো,
ঘন-কালো রাতের রঙে
আবারও নতুন ভোর খুঁজবো।
নতুনের সঙ্গে নতুন করে,
নতুন করে বাঁচবো।